খালাতো ভাই-বোন পরিচয়ে প্রেম, সিলেট পালানোর চেষ্টায় চট্টগ্রামে ধরা পড়ল ১৫ বছরের কিশোর-কিশোরী

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫
খালাতো ভাই-বোন পরিচয়ে বাসা থেকে পালিয়ে প্রেম, শেষ পর্যন্ত প্রশাসনের হাতে ধরা ১৫ বছরের কিশোর-কিশোরী

চট্টগ্রাম, ১০ মার্চ ২০২৫: চট্টগ্রামে ১৫ বছরের এক কিশোর ও কিশোরী প্রেমের টানে বাসা থেকে পালিয়ে সিলেটের খালার বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের এই পালানোর পরিকল্পনা শেষ পর্যন্ত প্রশাসনের হাতে ধরা পড়ার মধ্যে শেষ হয়।

https://www.facebook.com/share/v/12KuisDgyrQ/

এ ঘটনায় পুলিস সূত্রে জানা যায়, প্রেমিক-প্রেমিকা দুজনেই একে অপরের খালাতো ভাই-বোন নয়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তারা গতকাল রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার মোড়ে আটক হয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে, এবং বর্তমানে তারা থানাতেই আছে।

ধৃত কিশোর ও কিশোরীর বাড়ি নোয়াখালী হলেও বর্তমানে তারা চট্টগ্রামে বসবাস করছিল। পুলিশ জানায়, তাদের বয়স ১৫ হওয়ায় এই ঘটনায় আইনগতভাবে শিশু অধিকার ও নিরাপত্তার বিষয় উঠে এসেছে।

স্থানীয় অধিকার কর্মীরা জানিয়েছেন, কিশোর-কিশোরীদের প্রেমের সম্পর্ক এবং পালানোর ঘটনা সামাজিক ও আইনগত সমস্যা সৃষ্টি করছে। তারা আরও সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।