বরিশাল স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়ে এ অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে চান ফারদিন প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫ বরিশাল স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়ে এ অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে চান ফারদিন ধান, নদী, খাল—এই তিনে বরিশাল, এমনই প্রচলিত প্রবাদ। তবে একসময় খেলাধুলাতেও বরিশাল ছিল বেশ সমৃদ্ধ। সময়ের পরিক্রমায় সে গতি শ্লথ হয়ে গেলেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে, এবারের বিপিএলে বরিশাল দল শিরোপা জিতে সেটি নিজেদের মাটিতে নিয়ে গিয়ে নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে। এই ধারাকে আরও এগিয়ে নিতে বরিশাল স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মূল লক্ষ্য—এ অঞ্চলের খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা এবং যুবসমাজকে সুস্থ পরিবেশে গড়ে তোলা। সম্প্রতি ক্লাবটি চার বছর মেয়াদি একটি কমিটি ঘোষণা করেছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাল ফারদিন। মো. মাসুম বিল্লাল ফারদিন অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার চক্রে দীর্ঘদিন পিষ্ট থাকলেও সম্প্রতি তিনি এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “আমার ধ্যান-জ্ঞান খেলাধুলা। একসময় নিজেও ক্রিকেট খেলতাম, যদিও জাতীয় দলে জায়গা করে নিতে পারিনি। তবে এখন চাই বরিশালের সন্তানরা যেন ক্রিকেটসহ বিভিন্ন খেলায় ভালো অবস্থানে যেতে পারে।” তিনি আরও বলেন, “আমাকে যে চার বছরের দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততার সঙ্গে পালন করব। আমার বেশ কিছু পরিকল্পনা আছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে চাই।” উল্লেখ্য, ২০২২ সালে বিপিএলে বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন ফারদিন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বরিশালের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে চান। খেলাধুলার পাশাপাশি মো. মাসুম বিল্লাল ফারদিন সংগীত ও অভিনয়ের সঙ্গেও যুক্ত। এদিকে, বরিশাল স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রিয়াজুল করিম। — প্রবাসী নিউজ টিভি SHARES খেলাধুলা বিষয়: