দেশব্যাপী ধর্ষণ বেড়ে যাওয়ায় দ্রুত প্রশাসনিক ও সামাজিক কাউন্সেলিংয়ের দাবি প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫ দেশব্যাপী ধর্ষণ বেড়ে যাওয়ায় দ্রুত প্রশাসনিক ও সামাজিক কাউন্সেলিংয়ের দাবি প্রবাসী নিউজ টিভি ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্বরোচিত এসব ঘটনার খবর আসছে, যা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। নারী ও শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বস্তরের মানুষের কাছ থেকে। এই পরিস্থিতিতে ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের মাধ্যমে প্রতিটি এলাকায় কাউন্সেলিং সেশন চালুর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ-এর মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, “ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার। এজন্য প্রশাসনের উদ্যোগে প্রতিটি এলাকায় কাউন্সেলিং কার্যক্রম চালু করা জরুরি।” তিনি আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে নারীর প্রতি সম্মান ও মূল্যবোধ শেখানো আবশ্যক। একই সঙ্গে দ্রুত বিচার কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ না করলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবাসী নিউজ টিভি SHARES আইন আদালত বিষয়: