২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা পাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা পাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র

প্রবাসী নিউজ.টিভি ডেস্ক

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫: চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ক্লাবের সম্মানিত সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

 

মুস্তফা নঈম
সদস্য, অন্তর্বর্তী কমিটি, চট্টগ্রাম প্রেস ক্লাব