মানবতার দৃষ্টান্ত: সৌদি প্রবাসী ক্লাবের অনুদান ও সহায়তা পেল জাহাঙ্গীর আলমের পরিবার”

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

 

সৌদি আরবে মৃত্যুবরণকারী চট্টগ্রামের হাটহাজারীর জাহাঙ্গীর আলমের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব। মানবতার দৃষ্টান্ত স্থাপন করে, ক্লাবের পক্ষ থেকে নগদ ২ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম রুবেলসহ অন্যান্য সদস্যরা।

শুধু অনুদান প্রদানই নয়, ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের ছেলেকে প্রবাসে কর্মসংস্থানের জন্য সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

[সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম রুবেল বলেন
“আমরা চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রয়াত জাহাঙ্গীর ভাইয়ের ছেলেকে কর্মসংস্থানের জন্য সহায়তা করবো, যেন সে পরিবারের দায়িত্ব নিতে পারে।”
দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব সবসময় মানবতার কাজে নিজেদের উৎসর্গ করে আসছে। প্রবাসে থেকেও একে অপরের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই অনুকরণীয়
এভাবেই নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে দাম্মামের চট্টগ্রাম প্রবাসী ক্লাব। ভবিষ্যতেও তারা প্রবাসীদের যেকোনো সংকটে পাশে থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।