স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহবান প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রবাসী নিউজ টিভি ডেস্ক চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যে বিপ্লব ছিনিয়ে এনেছে, তা কোনোভাবেই ব্যাহত করা যাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা চলবে না। বিপ্লবের ধারা অব্যাহত না থাকলে, ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহনওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী অরাশেদুল ইসলাম, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস. এম. নছরুল কদির, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ওসমান গণি, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, প্রকৌশলী নাসির উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এ. কে. এম. মামুনুর রশিদ, প্রকৌশলী নূরুল আলম, প্রকৌশলী সাঁজিৎ কুমার নন্দী, প্রকৌশলী ওহিদুল ইসলাম এবং প্রেস ক্লাবের সদস্য হাসান মুকুলসহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশকে সঠিক পথে পরিচালিত করতে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। বিপ্লবের অগ্রযাত্রা ধরে রাখতে না পারলে, ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। SHARES নাগরিক সংবাদ বিষয়: