সৌদিতে মৃত্যুবরণকারী জাহাঙ্গীরের পরিবারের পাশে বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ সৌদিতে মৃত্যুবরণকারী জাহাঙ্গীরের পরিবারের পাশে বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রবাসী নিউজ টিভি ডেক্স সৌদি আরবে মৃত্যুবরণকারী চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা জাহাঙ্গীর আলমের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি, দাম্মাম। মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, সমিতির পক্ষ থেকে নগদ ২ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে। এই অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম রুবেলসহ অন্যান্য সদস্যরা। অনুদান গ্রহণের সময় জাহাঙ্গীর আলমের পরিবার সমিতির সভাপতি মোঃ হাসেম বাবুল এবং সাধারণ সম্পাদক ডা. আহমেদ সাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের নেতৃত্বে সমিতির মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান তারা। সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম রুবেল বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, প্রয়াত জাহাঙ্গীর ভাইয়ের ছেলেকে কর্মসংস্থানের জন্য সহায়তা করবো, যেন সে পরিবারের দায়িত্ব নিতে পারে।” বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নিঃস্বার্থ এই মানবিক প্রচেষ্টা সত্যিই অনুকরণীয়। ভবিষ্যতেও তারা যেকোনো সংকটে প্রবাসীদের পাশে থাকবে—এমনটাই প্রত্যাশা সবার। SHARES আন্তর্জাতিক বিষয়: