শাহবাগে মানববন্ধন: পুলিশের ওপর হামলা ও আসিয়া ধর্ষণের বিচারের দাবি

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
শাহবাগে মানববন্ধন: পুলিশের ওপর হামলা ও আসিয়া ধর্ষণের বিচারের দাবি

প্রবাসী নিউজ টিভি ডেস্ক

রাজধানীর শাহবাগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সম্প্রতি পুলিশের ওপর হামলা ও আসিয়া ধর্ষণের ঘটনার বিচার দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/share/v/18hRP1ZN6j/

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে, যার কারণে একের পর এক অন্যায় ঘটে চলেছে। যদি দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি আসিয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

আরও বিস্তারিত জানতে চোখ রাখুন প্রবাসী নিউজ টিভিতে।