রাষ্ট্রকাঠা‌মো মেরাম‌তের ৩১ দফা বাস্তবায়‌নে কর্মশালা ও প্রতি‌নি‌ধি সভা ২০২৫ আ‌য়োজ‌নে ২৬নং ওয়ার্ড চট্টগ্রাম

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর ২৬ নং ওয়‌ার্ড হালিশহর হাউ‌জিং এ‌স্টেট স্কুল মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌য়ে গে‌লো রাষ্ট্রকাঠা‌মো মেরাম‌তের ৩১ দফা বাস্তবায়‌নে কর্মশালা ও প্রতি‌নি‌ধি সভা ২০২৫। দীর্ঘ ১৫ বছর পর এ ধর‌নের সভা কর‌তে পে‌রে আ‌য়োজক ক‌মি‌টি সন্তু‌ষ্টি প্রকাশ ক‌রেন। সভায়
প্রধান অতিথি ছি‌লেন এরশাদ উল্লা (আহবায়ক বি এন পি চট্টগ্রাম মহানগর)।
বিশেষ বক্তা না‌জিমুর রহমান ( সদস‌্য স‌চিব বি এন পি চট্টগ্রাম মহানগর)। বিশেষ অতিথি , কাজী বেলাল উ‌দ্দিন ( যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বি এন পি)
মোশারফ হোসেন ডি‌প্তি (সদস‌্য চট্টগ্রাম মহানগর বি এন পি)
সিহাব উ‌দ্দিন মু‌বিন, শওকত আজম খাজা (যুগ্ন আহবায়ক বি এন পি, চট্টগ্রাম মহানগর),
ইয়া‌ছিন চৌধুরী লিটন (যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বি এন পি ),
আখি সুলতানা (‌বেসরকারী কারা প‌রিদর্শক) ও অন‌্যান‌্য নে‌ত্রিবৃন্দ।

সভাপতিত্ব ক‌রেন মোঃ মোশাররফ জামাল (সা‌বেক সভাপ‌তি ২৬ নং ওয়ার্ড বি এন পি)।
সঞ্চালনায় ছি‌লেন আ‌নোয়ার হো‌সেন আরজু (সা‌বেক সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড বি এন পি)
সভায় প্রধান বক্তা না‌জিমুর রহমান ব‌লেন,
হিংসা ও বিপরীতে সকল মত পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা “Rainbow Nation” প্রতিষ্ঠা করা হবে। যা বাস্তবায়নের জন্য নিরবচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতদর্শী নতুন ধারার সামাজিক চুক্তি (Social Contract) আবশ্যাক এবং সেই লক্ষ্যে একটি National Reconciliation Commission (জাতীয় সমন্বয় কমিশন) গঠন করা হবে।