রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনোয়ারায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনোয়ারায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা

 

আনোয়ারা (চট্টগ্রাম), ৫ মার্চ ২০২৫: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা আক্তারের নেতৃত্বে জয়কারী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের পণ্য মজুত না করার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) জনাব মো. আবদু জব্বার। অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।