

প্রবাসী নিউজ টিভি ডেস্ক:
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মোহাম্মদ বাবুলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৩ মার্চ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার এলাকায় পোস্টারিং করা হয়েছে, যেখানে তাকে ‘আওয়ামী ধূসর’ ও ‘কিশোর গ্যাং লিডার’ বলে উল্লেখ করা হয়েছে। এতে তিনি চরমভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ও বিব্রত হয়েছেন বলে জানান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন https://www.facebook.com/share/v/15CHBBNhoP/
এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে মহানগর যুবদলের নেতৃবৃন্দ মাইনুদ্দিন শহিদ ও আকবর হোসেনের সঙ্গে পরামর্শ করেন। তারা তাকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস হওয়ায় আদালত বন্ধ থাকায় তিনি এখনো মামলা দায়ের করতে পারেননি। তবে তিনি প্রশাসন ও দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ বাবুল বলেন, “আমি দলের দুঃসময়ে রাজপথে থেকেছি, গুলি খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ দলের নতুন মুখরা আমাদের মতো ত্যাগী কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা চায় আমরা দলের নতুন কমিটিতে স্থান না পাই। আমি এই ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিক ও দলীয়ভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় তিনি রাবার বুলেটে আহত হন। তিনি বলেন, “তখনো দলের জন্য জীবন বাজি রেখেছি, এখনো রাজপথে থাকতে প্রস্তুত। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদেরই দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।”
যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
প্রবাসী নিউজ টিভি