বিতর্কিত নির্বাচনে জড়িত ওসি-ইউএনওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি গণঅধিকার পরিষদের

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বিতর্কিত নির্বাচনে জড়িত ওসি-ইউএনওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি গণঅধিকার পরিষদের

 

কিশোরগঞ্জের বাজিতপুর-উজান সড়কের পিরিজপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আয়োজিত এ মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে জড়িত এসপি-ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দাবি, সেই নির্বাচনে জড়িত ওসি ও ইউএনওদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কারণ মাঠপর্যায়ে আওয়ামী লীগের হয়ে সবচেয়ে বেশি কাজ করেছে তারা।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে নতুন সংকট দেখা দেবে। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবি

মানববন্ধনে বক্তারা নিহত কৃষক নিবু মিয়ার হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

নিহতের ছেলে হৃদয় বলেন, “আমার বাবার হত্যার সঠিক বিচার চাই। আগের তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি, বরং মূল অপরাধীদের আড়াল করেছেন। আমার ভাই জড়িত নয়, তাকে মুক্তি দেওয়া হোক।”

নিহতের স্ত্রী আলেহা খাতুন বলেন, “আমার স্বামী সহজ-সরল মানুষ ছিলেন, কারও কোনো ক্ষতি করেননি। যারা তাকে খুন করেছে, তাদের ফাঁসি চাই। পাশাপাশি আমার নিরপরাধ ছেলের মুক্তি চাই।”

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা গাফিলতি করেছেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং চার্জশিট দেওয়ার নামেও ঘুষ নিয়েছেন।

তারা হুঁশিয়ারি দেন, “এক মাসের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আবারও আন্দোলনে নামা হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ কাজল, আলীউজ্জামান মহসিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, বিলকিস আক্তার, কাইয়ুম মেম্বার ও নাদিম খান।