(প্রবাসী নিউজ টিভি ডেস্ক)
বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় নয়—এ কথা উল্লেখ করে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা দুনিয়ার মাঠে খেলতে চাই। বাংলাদেশ অপূর্ব একটি দেশ। আমাদের সম্ভাবনা অসীম, আমরা তা কাজে লাগাতে চাই। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে দলগতভাবে কাজ করতে হবে। আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
পুলিশ বাহিনীর নতুন ভূমিকার ওপর আলোকপাত করে অধ্যাপক ইউনূস বলেন, "অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই। নতুন বাংলাদেশের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। আমরা চাই, পুলিশের কাজ দেখে মানুষ বাহবা দিক, বলুক—হ্যাঁ, এটা সত্যিই এক নতুন বাংলাদেশের পুলিশ।"
তিনি আরও বলেন, "পুলিশ সম্পর্কে সাধারণ ধারণা হলো, তারা নেতিবাচক কাজই আগে করে। আমরা সেই ধারণা বদলাতে চাই। এখন থেকে পুলিশের ভালো কাজই আগে চোখে পড়বে। পুরো বাহিনীকে নতুনভাবে গড়ে তুলতে হবে, যেন জনগণ আস্থা রাখতে পারে।"
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, "একটি বাহিনী মানেই একটি কাঠামো, যার অনেক শক্তি রয়েছে। যদি আমরা সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। পুলিশকে কেবল আদেশ পালনের বাহিনী হিসেবে নয়, বরং একটি সুসংগঠিত টিম হিসেবে কাজ করতে হবে। কেননা, বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ বাহিনী।"
বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি একমত প্রকাশ করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।