গিয়াসউদ্দিন সৌদি আরব প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের শহীদদের স্মরণ করেছেন প্রবাসী নিউজ টিভির চেয়ারম্যান খোরশেদ আলম রুবেল।
খোরশেদ আলম রুবেল বলেন, “একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “প্রবাসী নিউজ টিভি সর্বদা বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও বাংলা ভাষার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করব।”
এ সময় তিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।