নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে দাঁতভাঙা জবাব: আহমেদ আযম খান প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে দাঁতভাঙা জবাব: আহমেদ আযম খান প্রতিবেদক: সাইফুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, “৫ আগস্টের পরিণতির কথা মনে রেখে ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে নির্বাচন। আর এই সরকার বলছে আগে সংস্কার, পরে নির্বাচন। আমাদের ভদ্রতা দুর্বলতা ভাববেন না, তালবাহানা না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে আসুন। আগামী ৫ অক্টোবর তফসিল ঘোষণা করতে হবে এবং ৫ ডিসেম্বর নির্বাচনের আয়োজন করতে হবে। বিজয়ী প্রতিনিধিরাই সংসদে গিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে।” শনিবার বিকেলে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, “শেখ হাসিনা গণহত্যাকারী, তাঁকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করা হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী হাজার কোটি টাকা পাচার করেছেন, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সকল আওয়ামী দোসরদের বিচার করা হবে।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. মহসীন জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী, বাঁশখালী বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান হোসেন, সাতকানিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম ও বোয়ালখালী বিএনপির আহ্বায়ক হামিদুল হক প্রমুখ। SHARES সংবাদ শিরোনাম বিষয়: