প্রবাসী নিউজ টিভি ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রবাসী নিউজ টিভির বিশেষ স্টুডিও আলোচনায় অংশ নিলেন স্বনামধন্য শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব রেশমা আনোয়ার। তিনি নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
নারীর ক্ষমতায়ন: এগিয়ে যাওয়ার বার্তা
আলোচনায় রেশমা আনোয়ার বলেন, “একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনই বদলায় না, বরং পুরো সমাজকে এগিয়ে নিতে পারে। নারীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”
নারীর পথের চ্যালেঞ্জ ও সমাধান
তিনি উল্লেখ করেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য এখনো অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। লিঙ্গ বৈষম্য, নিরাপত্তাহীনতা ও পারিবারিক বাধা নারীদের এগিয়ে যাওয়ার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, নারীরা যদি নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হয় এবং সমাজও সমান সুযোগ দেয়, তাহলে পরিবর্তন আসবেই।
পরিবার ও সমাজের ভূমিকা
রেশমা আনোয়ার বলেন, “পরিবারই একজন নারীর প্রথম শক্তি। পরিবারের সমর্থন ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে।”
নারী দিবসের বার্তাhttps://www.facebook.com/share/v/1EVGW9w4oE/
আলোচনার শেষ পর্যায়ে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখুন। প্রতিটি নারী নিজেই একেকজন শক্তি ও অনুপ্রেরণার প্রতীক।”
নারী দিবস উপলক্ষে প্রবাসী নিউজ টিভির এই বিশেষ আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।