প্রবাসী নিউজ টিভি ডেস্ক:
উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলায় মেসার্স ভাই ভাই ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার সতিহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে ভাটার অবকাঠামো সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, “উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যেই প্রশাসন এ ধরনের অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় অবৈধ ইটভাটার কাঁচা ইটও ধ্বংস করা হয়েছে। বায়ুদূষণকারী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিব বিন জামান প্রত্যয়, পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন (মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন)। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নওগাঁ জেলা আনসার ও ফায়ার সার্ভিসের তিনটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এবং আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।