ধর্ষণ মামলায় জামিনের সুযোগ বাতিল: আইন উপদেষ্টা প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫ ধর্ষণ মামলায় জামিনের সুযোগ বাতিল: আইন উপদেষ্টা (প্রবাসী নিউজ ডেস্ক) ধর্ষণ মামলায় জামিন পাওয়ার কোনো সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, “আগে ধর্ষণ মামলায় ১৮০ দিনের মধ্যে বিচার সম্পন্ন না হলে জামিনের সুযোগ ছিল। তবে এখন থেকে ৯০ দিনের মধ্যে বিচার না হলে কাউকে জামিন দেওয়া যাবে না। এমনকি এই মামলায় আর কোনো জামিনের সুযোগও থাকবে না।” ড. আসিফ নজরুল জানান, ধর্ষণ মামলার তদন্তে গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নতুন আইনি সংযোজন আনা হবে। এ ছাড়া দেশে ডিএনএ পরীক্ষার সুবিধা সীমিত থাকায় ধর্ষণ মামলার বিচার দীর্ঘায়িত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “সংশোধনীতে আমরা এমন ব্যবস্থা আনব, যাতে প্রয়োজনীয় ক্ষেত্রে বিচারক শুধুমাত্র মেডিকেল রিপোর্টের ভিত্তিতেই বিচার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারেন।” ধর্ষণের ঘটনায় আসামিকে হাতেনাতে আটক করা হলে ডিএনএ পরীক্ষার জন্য সময়ক্ষেপণ রোধের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। দ্রুত জেলা পর্যায়ে ডিএনএ টেস্ট ল্যাব স্থাপনের জন্য সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। SHARES অপরাধ বিষয়: narisisu