প্রবাসী নিউজ টিভি ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্বরোচিত এসব ঘটনার খবর আসছে, যা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। নারী ও শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বস্তরের মানুষের কাছ থেকে।
এই পরিস্থিতিতে ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের মাধ্যমে প্রতিটি এলাকায় কাউন্সেলিং সেশন চালুর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ-এর মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেন, “ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার। এজন্য প্রশাসনের উদ্যোগে প্রতিটি এলাকায় কাউন্সেলিং কার্যক্রম চালু করা জরুরি।”
তিনি আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে নারীর প্রতি সম্মান ও মূল্যবোধ শেখানো আবশ্যক। একই সঙ্গে দ্রুত বিচার কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হয়।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ না করলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রবাসী নিউজ টিভি