ঢাকায় চিহ্নিত মাদক কারবারির ভাই চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ আটক

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ঢাকায় চিহ্নিত মাদক কারবারির ভাই চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ আটক

প্রতিবেদক: জিনাত নুসাইবা

চট্টগ্রাম: ঢাকার চিহ্নিত মাদক কারবারি আরশাদের ছোট ভাই আরমান (২৮) চট্টগ্রামের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে বিলাসবহুল একটি প্রাইভেট কারসহ আটক করে পুলিশ। আটককৃত আরমানের বাড়ি ঢাকার পল্লবীতে। তার পিতার নাম দাউদ, গ্রাম পলাশনগর, মিরপুর-১১, মিরপুর-১২১৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরমান দীর্ঘদিন ধরে সুকৌশলে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।