প্রবাসী নিউজ টিভি ডেস্ক:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বাংলাদেশ সফরের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তার সফরে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে ছিলেন।জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।জাতিসংঘের মহাসচিব বলেন,"বাংলাদেশ সরকার ও জনগণ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে, তা বিশ্ববাসীর জন্য উদাহরণ। রোহিঙ্গাদের টেকসই সমাধানের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"বাংলাদেশ সফরের বিশেষ মুহূর্ত হিসেবে জাতিসংঘের মহাসচিব রোজা পালন করেন। এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি তার সহমর্মিতা ও সংহতির এক অনন্য নিদর্শন। ইফতারের সময় তিনি রোহিঙ্গা শিশু ও প্রবীণদের সঙ্গে সময় কাটান এবং তাদের দুঃখ-দুর্দশা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করেন।তিনি বলেন,"আমি চাই, বিশ্বের প্রতিটি মানুষ রোহিঙ্গাদের কষ্ট বুঝুক এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে দাঁড়াক।"
জাতিসংঘ মহাসচিব তার সফরে বাংলাদেশের অভূতপূর্ব মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন,"বাংলাদেশের জনগণ উদারতার পরিচয় দিয়েছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা নেওয়ার।"ড. মুহাম্মদ ইউনূস বলেন,"বাংলাদেশ সবসময় মানবতার পক্ষে কাজ করেছে। তবে এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা দরকার।"
জাতিসংঘের মহাসচিবের এই সফর ও বিশেষভাবে রোজা রাখা বাংলাদেশ ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের সংকটের একটি নতুন বার্তা পৌঁছে দেবে।
প্রবাসী নিউজ টিভির পক্ষ থেকে আরও আপডেট জানতে আমাদের ফলো করুন।