চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচের উদ্যোগে জাহিদুল করিম কচিকে সংবর্ধনা প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচের উদ্যোগে জাহিদুল করিম কচিকে সংবর্ধনা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একুশে পদক-২০২৫ প্রাপ্তির সম্মানে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচ।রবিবার বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকার ইয়াকুব টাওয়ারের উইন্ড অব চেঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, যাকে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।সৈয়দ জালাল আহমেদ রুম্মান ও নওরিন করিমের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি জানে আলম সেলিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ৭১ টিভির বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটনসহ আরও অনেকে। সংবর্ধিত অতিথি জাহিদুল করিম কচি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এ স্বীকৃতি শুধু আমার নয়, এটি সাংবাদিক সমাজের সম্মান। সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে চাই।” অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, জাহিদুল করিম কচির মতো গুণী সাংবাদিকরা আগামীতেও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। SHARES সুসংবাদ বিষয়: chittagong press club