৯ মার্চ তারিখ কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মারফত সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে জানতে পারে, জনৈক প্রদীপ কুমার বনিক (৫২) তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে যাওয়ার সুবাদে বাসায় একা পেয়ে নিজের কন্যা শিশু বর্ষা বনিক (১০) কে ধর্ষণ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় ইতিপূর্বেও তার বাবা প্রদীপ কুমার বনিক তার সাথে এরুপ আচরণ করেছে। ভিকটিম বর্ষা বনিক (১০) মায়ের পরামর্শে বাবা কর্তৃক ধর্ষণের ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করেছে। মোবাইল বর্তমানে পুলিশের হাতে জব্দ আছে।
আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে এবং ভিকটিমকে তার মা এবং খালার সাথে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।
আসামী প্রদীপ কুমার বনিক'কে আটক করা হয়েছে। সে চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ডের চাকুরী করে বলে জানা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।