চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনকালে এক ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। ছুরিকাঘাতে এসআই আহলাদ ও নজরুল আহত হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার  করছে। স্থানীয়রা জানান, ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যার ফলে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

পুলিশ জানিয়েছে, আহত দুই কর্মকর্তার অবস্থা স্থিতিশীল এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।