আইন নিজের হাতে না নিতে জনগণের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহবান

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আইন নিজের হাতে না নিতে জনগণের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহবান

প্রবাসী নিউজ ডেক্স

সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে আরও সক্রিয় হতে বলবো। খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে।”

তিনি আরও জানান, সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে। বিশেষ করে ভোরবেলায় অপরাধ প্রবণতা বেশি হওয়ায় তিনি নিজে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ সময় আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।